সিঙ্গাপুরে ট্রাম্পের সঙ্গে কিমের বৈঠক ১২ জুন

|

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সাথে আসন্ন বৈঠক হবে অর্থবহ এবং যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় কূটনৈতিক সাফল্য। বৃহস্পতিবার এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগেই টুইট বার্তায় ঐতিহাসিক এই বৈঠকের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার খবর দেন প্রেসিডেন্ট।

জানান, আগামী ১২ জুন সিঙ্গাপুরে হতে যাচ্ছে দুই রাষ্ট্রনেতার সাক্ষাত। ট্রাম্প বলেন, কোরীয় উপদ্বীপকে পুরোপুরি পারমাণবিক অস্ত্রমুক্ত করাই তার সরকারের লক্ষ্য। প্রেসিডেন্টের দাবি, ফলপ্রসূ হলে এটাই হবে তার পররাষ্ট্র বিষয়ে অন্যতম সাফল্য।

এদিকে ডেমোক্র্যাট নেতারা তিরষ্কার করে বলেছেন- কোন চুক্তি বা সাফল্য নয় বরং কিম জং উনের সাথে ছবির পোজ দিতেই এতো তাড়াহুড়ো করছেন প্রেসিডেন্ট। এর আগে সৌহার্দ্যের অংশ হিসেবে উত্তর কোরিয়ায় বন্দি থাকা ৩ মার্কিনীকে মুক্তি দেয়া হয়। যাদের স্বাগত জানান খোদ ডোনাল্ড ট্রাম্প।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply