তামিমের ১০ম টেস্ট সেঞ্চুরি, জয়ের বিদায়ে ভাঙলো উদ্বোধনী জুটি

|

সেঞ্চুরির পর তামিম ইকবাল।

লাঞ্চ বিরতির পরই টেস্ট ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরি তুলে নিয়েছেন ড্যাশিং টাইগার ওপেনার তামিম ইকবাল। তবে তার সেঞ্চুরির কিছুক্ষণ আগেই আউট হয়েছেন অপর ওপেনার মাহমুদুল জয়। তার বিদায়ে ভেঙেছে ১৬২ রানের ওপেনিং জুটি।

ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট ফিফটির পথে মাহমুদুল হাসান জয় খেলেছেন অনেকটাই নিশ্ছিদ্র এক ইনিংস। ১৪২ বলে ৫৮ রানের ইনিংস খেলে আসিথা ফার্নান্দোর বলে উইকেটের পেছনে নিরোশান ডিকভেলার তালুবন্দি হন জয়। আর এর মাধ্যমে ভাঙে ১৬২ রানের দারুণ এক উদ্বোধনী জুটি। এরপর ব্যাট করতে নামা নাজমুল হোসেন শান্তও পারেননি বেশি সময় উইকেটে থাকতে। ভিশ্ব ফার্নান্দোর কনকাশন বদলি হিসেবে খেলতে নামা কাসুন রাজিথার প্রথম ওভারেই ডিকভেলার ক্যাচে পরিণত হয়ে সাজঘরে ফেরেন শান্ত।

তবে তামিম ইকবাল আছেন দারুণ ছন্দে। ক্যারিয়ারের ১০ম টেস্ট সেঞ্চুরির পথে তিনি এখনও পর্যন্ত হাঁকিয়েছেন ১৩টি বাউন্ডারি। এছাড়া, মুশফিকুর রহিমকে টপকে টেস্টে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রানের মালিক এখন তামিম ইকবাল। মুশফিকের ৪৯৩২ রান টপকে টেস্ট ক্যারিয়ারে ৫ হাজার রানের মাইলফলকের সামনে এখন দাঁড়িয়ে আছেন তামিম। প্রতিবেদনটি লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটেব ১৮০ রান।

আরও পড়ুন: সাকিব হয়ে গেলেন চায়নাম্যান!

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply