ধান কাটা শ্রমিকের সঙ্কট দিনাজপুরে, সরকারি সহায়তার দাবি

|

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের হিলিসহ আশপাশের উপজেলায় বোরো ধান পাকতে শুরু করেছে। কিছু জমিতে চলছে ধান কাটার কার্যক্রম। কিন্তু দেখা দিয়েছে শ্রমিক সঙ্কট। মৌসুমী দিনমজুররা এখনও পুরোদমে আসেনি উত্তরের এ অঞ্চলে। তাই সময়মতো পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক।

এক বিঘা জমির ধান কাটতে শ্রমিকের মজুরি যাচ্ছে ৬ থেকে ৭ হাজার টাকা। গত বছরে যা ছিল তিন থেকে সাড়ে তিন হাজার টাকা। তাই শ্রমিক সঙ্কট মোকাবেলায় সরকারিভাবে ধান কাটার আধুনিক মেশিন সরবরাহের দাবি জানাচ্ছেন কৃষকরা।

প্রায় ২০ শতাংশ জমির ধান কাটা শেষ হয়েছে। ৩টি কম্বাইন্ড হারভেস্টর এবং ৬টি হ্যান্ড রিপার মেশিন সরবরাহ করেছে কৃষি অফিস। উপজেলা কৃষি কর্মকর্তা ড. মমতাজ সুলতানা বলছেন, এসব আধুনিক কৃষি যন্ত্রপতির ব্যবহার বাড়ানো গেলে শ্রমিকের উপর নির্ভরতা অনেকাংশে কমে আসবে।

প্রতিবছর গাইবান্ধা, নীলফামারি, রংপুরসহ আশপাশের জেলা থেকে ধান কাটার শ্রমিকরা আসেন এই এলাকায়।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply