পানশিরে আবারও তালেবানের বিরুদ্ধে সক্রিয় এনআরএফ

|

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের পানশির প্রদেশে আবারও তালেবানের বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠেছে সেখানকার প্রতিরোধ বাহিনী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট বা এনআরএফ।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, সম্প্রতি সময়ে তালেবানের ওপর গেলিরা হামলা শুরু করেছে বিদ্রোহীরা। এর জেরে অঞ্চলটিতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। তালেবানের বিরুদ্ধেও পানশিরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

স্থানীয়রা বলছেন, নিরীহ বাসিন্দাদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে তারা। কয়েক দিনে অন্তত ১৫ জনকে হত্যা করা হয়েছে। তবে সব অভিযোগ অস্বীকার করেছে তালেবান।

গেল আগস্টে দেশের ক্ষমতা দখল করলেও পানশির উপত্যকায় প্রতিরোধের মুখে পড়ে তালেবান। এমনকি সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং ১৯৯৬ সালে সরকার গঠন করলেও পানশির দখলে নিতে পারেনি তালেবান।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply