রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা; হুমকির মুখে তুরস্কের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট

|

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করার কারণে হুমকির মুখে পড়েছে তুরস্কের প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। আক্কুয়েউ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নামে এ প্ল্যান্টটি তৈরি করছে রাশিয়ার রাষ্ট্রয়াত্ত্ব নিউক্লিয়ার কোম্পানি। খবর আল জাজিরার।

নিউক্লিয়ার প্ল্যান্টটি ভূমধ্যসাগরের মারসিন উপকুলের কাছে অবস্থিত। এটি আগামী বছর উৎপাদনে যাওয়ার কথা রয়েছে।

ইউক্রেন রুশ আগ্রসন শুরু হওয়ার পর থেকে মস্কোর বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর পৃথিবীর বেশ কয়েকটি দেশ নিষেধাজ্ঞা আরোপ করেছে। তুরস্কের নিউক্লিয়ার প্ল্যান্টটি তৈরির অন্যতম প্রতিষ্ঠান হলো রাশিয়ার রোসাতোম। এটির ওপর এখনও কোনো নিষেধাজ্ঞা দেয়া হয়নি। কিন্তু রোসাতোমের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি আলোচনা করেছে যুক্তরাষ্ট্র।

তবে, প্রকল্পটিতে অর্থায়নকারী সাবের ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। সাবের ব্যাংকের বেশিরভাগ মালিক আবার রোসাতোম।

এখন রোসাতোমের ওপর যে নিষেধাজ্ঞা দেওয়ার কথা চলছে, তা বাস্তবায়ন হলে তুরস্কের এ প্রকল্প তৈরির কাজ আরও স্থবির হয়ে পড়বে। তৃতীয় পক্ষের কোনো দেশ থেকে যন্ত্রাংশ, প্রযুক্তি ও অন্যান্য উপাদান আনা থমকে যাবে। চেক রিপাবলিক, হাঙ্গেরি, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্স প্রকল্পটির যন্ত্রাংশ সরবরাহ করছিল।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply