ভারত থেকে গম আমদানি করতে পারবে প্রতিবেশী দেশগুলো

|

প্রতিবেশী দেশগুলো ভারত থেকে গম আমদানি করতে পারবে। ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি গণমাধ্যমে ভারত থেকে গম রফতানির ওপর নিষেধাজ্ঞার খবর প্রকাশিত হয়েছে। ভারতে অভ্যন্তরীণ খাদ্যের প্রাপ্যতা নিশ্চিত করা, খাবারের মূল্যের সঙ্গে সম্পর্কিত মুদ্রাস্ফীতি কমানোর পাশাপাশি ভারতের প্রতিবেশী এবং অন্যান্য দেশের খাদ্যনিরাপত্তার প্রকৃত চাহিদা মেটাতে এই পদক্ষেপগুলো নেয়া হয়েছে।

ভারত থেকে গমের বাণিজ্যিক রফতানির ওপর বিধিনিষেধ আরোপ করা হলেও রফতানির জন্য ইতোমধ্যে চুক্তিবদ্ধ গমের চালানের ওপর এর কোনো প্রভাব পড়বে না। এ সিদ্ধান্ত ভারতের প্রতিবেশী এবং অন্যান্য সেসব দেশের জন্য প্রযোজ্য হবে, যারা অভ্যন্তরীণ খাদ্যনিরাপত্তা নীতির পরিপূরক হিসেবে এই পণ্য সংগ্রহ করতে আগ্রহী।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply