বন্যার মধ্যেই ভূমিকম্প আসামে, কেঁপে উঠলো মেঘালয়ও

|

ছবি: সৃগৃহীত।

ভারতের আসামে প্রবল বৃষ্টিপাতের কারণে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। রাজ্যের ৭টি জেলার অন্তত ৬০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে, মারা গেছেন ৩ জন। এই পরিস্থিতির মধ্যেই ৩.৯ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে আসামে। ২৪ ঘণ্টার মধ্যে একই মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে মেঘালয়েও। এনডিটিভি।

রোববার (১৫ মে) স্থানীয় সময় রাত ৯টা ৪৭ মিনিটে প্রথমে মেঘালয়ের নোংপোহে ৩.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর কেন্দ্র ছিল মাটির ১২ কিলোমিটার গভীরে। এর ২৪ ঘণ্টার মধ্যে সোমবার (১৬ মে) একই মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি অনুভূত হয় আসামের নগাঁওয়ে। এর গভীরতা ছিল মাটির ৫৫ কিলোমিটার গভীরে। স্থানীয় সময় দুপুর সাড়ে ৩টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে কম্পন মৃদু হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের এই রাজ্যদু’টি ভূমিকম্প প্রবণ এলাকা। এই অঞ্চলে প্রায়ই কম্পন অনুভূত হয়। গত বছরের ২৮ এপ্রিল আসামে ৬.৪ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। এটি সাম্প্রতিক সময়ে রাজ্যটিতে অনুভূত হওয়া সবচেয়ে বেশি মাত্রার কম্পন হিসেবে রেকর্ড করা হয়েছিল।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply