আমাদের পেট্রোল ফুরিয়ে গেছে: লঙ্কান প্রধানমন্ত্রী

|

শ্রীলঙ্কায় পেট্রোল ফুরিয়ে গেছে এবং প্রয়োজনীয় আমদানির জন্য ডলার খুঁজে পাওয়া যাচ্ছে না। দেউলিয়া হয়ে যাওয়া শ্রীলঙ্কা আগামী দিনে আরও কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারে বলে সতর্ক করেছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। খবর এএফপির।

সোমবার (১৬ মে) জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ সতর্কবার্তা দেন লঙ্কান প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, আমাদের পেট্রোল ফুরিয়ে গেছে। এই মুহূর্তে আমাদের কাছে মাত্র আর এক দিনের পেট্রোল মজুত আছে।

সরকার তেলের তিনটি চালানের অর্থ পরিশোধের জন্য ডলার সংগ্রহ করতে পারেনি বলেও রনিল বিক্রমাসিংহে তার বক্তব্যে উল্লেখ করেন। বলেন, অর্থ পরিশোধ করতে না পারায় বর্তমানে জাহাজ থেকে কার্গো নামানো যাচ্ছে না। এসব জাহাজ কলম্বো বন্দরের বাইরে অপেক্ষা করছে।

সংকট কাটিয়ে উঠতে পারবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন লঙ্কান প্রধানমন্ত্রী। এজন্য দেশের জনগণকে আগামী কয়েক মাস সহ্য করার আহ্বান জানিয়েছেন তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply