সুনামগঞ্জে বাড়ছে নদ নদীর পানি, বন্যার আশঙ্কা

|

ছবি: সংগৃহীত।

সুনামগঞ্জ প্রতিনিধি:

উজানের পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা নদীসহ সকল শাখা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এতে প্লাবিত হচ্ছে জেলার নিম্নাঞ্চল। ঢলের পাশাপাশি বৃষ্টিপাতের কারণে ধানসহ ডুবে যাওয়া ফসল না শুকাতে পেরে আরও বিপাকে হাওরের কৃষকরা।

সম্প্রতি জেলায় ১৫টিরও বেশি হাওরের ফসলরক্ষা বাঁধ ভেঙে পানি ঢোকায় তড়িঘড়ি করে ধান কেটে নিয়েছিলেন যেসব কৃষক, তারাও নতুন বিপদের সম্মুখীন। বৃষ্টির কারণে ধান শুকাতে না পারায় চারা গজিয়ে গেছে এসব ধানে। চারপাশে পানি থৈ থৈ করায় রাস্তাগুলোতেই ধান ও বাদাম শুকানোর চেষ্টা করছেন কৃষকরা।

এদিকে, গত ২ দিনে নদ নদীগুলোতে পানির চাপ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় গজারিয়া নদীর রাবার ড্যামের পাম্প হাউজ নদীতে বিলিন হয়ে গেছে। এখন পর্যন্ত জেলার নিম্নাঞ্চলে ৮ থেকে ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর। এছাড়া ভারতের আসামে বন্যা পরিস্থিতি এবং মেঘালয় ও চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টি অব্যাহত থাকায় পাহাড়ি ঢলের কারণে বন্যার ঝুঁকি রয়েছে বলে আশঙ্কা আবহাওয়া অধিদফতরের।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply