পরিচ্ছন্ন নগর গড়ার আশাবাদ মেয়র তাপসের

|

শেখ ফজলে নূর তাপস। ফাইল ছবি।

সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একটি পরিচ্ছন্ন নগর গড়ার আশাবাদ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

সোমবার (১৬ মে) বিকেলে নগর ভবনে মেয়র হানিফ মিলনায়তনে এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগ প্রতিরোধে মত বিনিময় সভায় সভাপতির বক্তব্যে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। ঢাকাকে ডেঙ্গুমুক্ত করতে অংশীজন এবং বিভিন্ন সংস্থার সহযোগিতায় ডিএসসিসি মাঠে থাকবে বলেও জানান তিনি।

এছাড়া অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিতে ঢাকার স্কুলগুলোতে শিক্ষার্থীদের নিয়ে সপ্তাহে অন্তত একদিন পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর অনুরোধ করেন তিনি। সবার দায়িত্বশীল ভূমিকা ছাড়া ঢাকাকে শতভাগ ডেঙ্গুমুক্ত করা সম্ভব নয় বলেও জানান মেয়র তাপস। সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা এবং ডিএসসিসি’র কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply