‘নিম্নস্ল্যাবের সিগারেটের বাজার রক্ষা’য় দেশীয় সিগারেট মালিক সমিতির একাধিক দাবি

|

২০২২-২২ অর্থ বছরের বাজেটে নিম্নস্ল্যাবের সিগারেটের বাজার রক্ষার্থে ‘প্রতিযোগিতা আইন ২০১২’ দ্রুত বাস্তবায়নসহ কয়েকটি দাবি জানিয়েছে দেশীয় সিগারেট মালিক সমিতি।

সোমবার (১৬ মে) দুপুরে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এ সময় বক্তারা স্থানীয় উদ্যোক্তাদের শিল্পের সুরক্ষা ও ভোক্তাদের ন্যায্য মূল্যে পণ্য ও সেবা সুনিশ্চিতের জন্য প্রতযোগিতা আইন বাস্তবায়নে পদক্ষেপ নেয়ার দাবি জানান।

তাদের দাবির মধ্যে রয়েছে, দেশীয় ও আন্তর্জাতিক মানের সিগারেটের প্রতি শলাকার দামের মধ্যে ন্যূনতম ১ টাকা পার্থক্য করে দাম নির্ধারণ করা। একইসাথে নিম্নস্তরে শুধুমাত্র দেশীয় সিগারেটের জন্য সংরক্ষিত রাখারও দাবি জানান বক্তারা। বলেন, বিদেশি কোম্পানিকে একচেটিয়া সুবিধা না দিয়ে দেশীয় শিল্পকে সুরক্ষা প্রদান করলে দেশীয় উদ্যোক্তারা বেশি রাজস্ব দিতে পারবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply