আবারও সোমালিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন হাসান শেখ মোহাম্মদ

|

সোমালিয়ার নতুন প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মুদ। ছবি: সংগৃহীত ।

সোমালিয়ার নতুন প্রেসিডেন্ট হলেন হাসান শেখ মোহাম্মদ। রোববার (১৫ মে) ভোটের মাধ্যমে তাকে নির্বাচিত করেন দেশটির আইনপ্রণেতারা। খবর আল জাজিরার।

এর আগে, ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন হাসান শেখ মোহাম্মদ। তার মেয়াদ শেষ হলে প্রেসিডেন্ট নির্বাচিত হন মোহাম্মাদ আবদুল্লাহি ফারমাজো। ২০২১ সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন। এরপর ছিলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে।

এবারে প্রেসিডেন্ট পদে প্রার্থী ছিলেন মোট ৩৬ জন। পার্লামেন্টে মোট ৩২৭ ভোটের মধ্যে শেখ মোহাম্মদ একাই ২১৪ ভোট পেয়ে নির্বাচিত হন। আর বিদায়ী প্রেসিডেন্ট পান ১১০ ভোট। ফল ঘোষণার কিছুক্ষণের মধ্যেই শপথ নেন জয়ী প্রেসিডেন্ট। এ সময় ক্ষোভ, ভেদাভেদ ভুলে সবাইকে দেশের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply