ধান কেটে ফেরার পথে ট্রাকের ধাক্কায় কিশোরের মৃত্যু, আহত ১

|

স্টাফ করেসপনডেন্ট, হবিগঞ্জ:

জমিতে ধান কেটে ফেরার পথে ট্রাকচাপায় ফাহিম আহমদ (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মে) দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাহিম উপজেলার সাতাইহাল এলাকার সাবেক ইউপি সদস্য চুনু মিয়ার ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত আরেকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলজে হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, সম্প্রতি এলাকার ধান কাটার জন্য কম্বাইন্ড হারভেস্টর মেশিন ভাড়ায় আনে ফাহিম। সকাল থেকে পানিউমদা হাওরে ধান কাটা শেষে দুপুরে চালকের পাশে বসে হারভেস্টর মেশিন নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে অন্য একটি হাওরে যাচ্ছিল তারা। পথিমধ্যে গজনাইপুর ইউনিয়নের মুশকিল আহসান (র) মাজারের কাছে পৌঁছলে সিলেটগামী একটি ইটবোঝাই ট্রাক হারভেস্টর মেশিনটিকে ধাক্কা দেয়। এতে মেশিনটি দুমড়ে-মুচড়ে খাদে পড়ে যায়। এ সময় মেশিনের নিচে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় ফাহিমের। এছাড়া গুরুতর আহত হন হারভেস্টর মেশিনচালক মানিক মিয়া।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় মানিক মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

শেরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিমল দেব দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করনে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply