১০ হাজার টাকার জন্য স্ত্রীকে খুন, পলাতক স্বামীর মৃত্যুদণ্ড

|

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাইলে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৬ মে) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন।

দণ্ডিত ব্যক্তির নাম মো. রিয়াজ উদ্দিন। তিনি ঘাটাইল উপজেলার গারো বাজার এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি জামিনে মুক্ত হয়ে পলাতক অবস্থায় আছেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি আলী আহমেদ জানান, ২০০৯ সালের ১০ আগস্ট আসামি  রিয়াজ উদ্দিন দশ হাজার টাকা যৌতুকের দাবিতে  তার স্ত্রী লিজা আক্তারকে মারপিট করে আহত করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় ওই বছর ২৭ আগস্ট মারা যান লিজা।

ঘটনার পর লিজার ভাই আজাহার আলী বাদী হয়ে ২০০৯ সালের ১৯ আগস্ট নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ঘাটাইল থানার উপপরিদর্শক মো. সুলতান একই বছরের ২০ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলায় ১৫ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন। দণ্ডিত রিয়াজের অনুপস্থিতেই রায় ঘোষণা করেন আদালত।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply