মাহরেজের পেনাল্টি মিসে জমে উঠলো প্রিমিয়ার লিগ

|

মাহরেজের পেনাল্টি মিসের চড়া মূল্য গুনতে হতে পারে ম্যান সিটিকে। ছবি: সংগৃহীত

রিয়াদ মাহরেজের পেনাল্টি মিসে আবারও দারুণভাবে জমে উঠলো ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই। হারের শঙ্কা এড়িয়ে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের সাথে ২-২ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। এই ড্রয়ে শ্রেষ্ঠত্বের রেসে সম্ভাবনার হাওয়া লেগেছে লিভারপুলের পালে।

প্রথমার্ধে যেন অচেনা ছিল ম্যানচেস্টার সিটি। শেষ দুই ম্যাচে বড় জয় পাওয়া দলটি নিজেদের ছায়া হয়ে রইলো পুরোটা সময়। এলোমেলো ফুটবলে বারবার উন্মুক্ত হয়ে যাচ্ছিল সিটিজেনদের রক্ষণ। সেই সুযোগ কাজে লাগিয়ে প্রথমার্ধেই দুই গোল আদায় করে নেয় ওয়েস্ট হ্যাম ইউনাইটেড।

২৪ মিনিটে দলকে লিড এনে দেন স্বাগতিক দলের জারোর্ড বোয়েন। পাবলো ফোমালসের থ্রু থেকে প্রতিপক্ষের ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান এই ইংলিশ ফরোয়ার্ড। বিরতির আগে ওয়েস্ট হ্যামকে আবারও উল্লাসে ভাসান বোয়েন। অ্যান্তোনিওর পাসে বল নিয়ে ভেতরে ঢুকেই নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন ২৫ বছর বয়সী এই ফুটবলার।

দ্বিতীয়ার্ধে স্বরূপে ফেরে ম্যানচেস্টার সিটি। শুরু থেকেই সফরকারীরা খেলতে থাকে আক্রমণাত্মক খেলা। ফলও মেলে খুব দ্রুতই। ৪৯তম মিনিটে রদ্রিগোর হেডে বাড়ানো বল পেয়ে জোরালো শটে স্কোরলাইন ২-১ করেন জ্যাক গ্রিলিশ। সমতা আনতে মরিয়া সিটির একের পর এক আক্রমণ সামলাতে ব্যস্ত থাকে ওয়েস্ট হ্যামের রক্ষণ। ৬৯তম মিনিটে ভ্লাদিমির চৌফালের ভুলে আত্মঘাতী গোলে সমতায় ফেরে সিটিজেনরা।

গ্রিলিশে রক্ষা পেল ম্যান সিটি। ছবি: সংগৃহীত

হারের শঙ্কা কাটিয়ে জয়ের সম্ভাবনা তৈরি করে ম্যানচেস্টার সিটি। ৮৫ মিনিটে ডি বক্সের ভেতর ফাউলের শিকার হন গ্যাব্রিয়েল জেসুস। তবে স্পটকিকে দলকে হতাশ করেন মাহরেজ। তার নেয়া শট ঠেকিয়ে দেন ওয়েস্ট হ্যাম গোলরক্ষক।

এদিকে, ম্যানচেস্টার সিটির এই ড্রয়ে আশার প্রদীপ জ্বলেছে লিভারপুল শিবিরে। তবে সাউদাম্পটনের মাঠে লিভারপুল হেরে গেলে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে পেপ গার্দিওলার শিষ্যদের।

আরও পড়ুন: টানা তিন জয়ের পর বার্সার পয়েন্ট ভাগাভাগি

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply