সত্যিকারের পরিবর্তন ও সংস্কার আনবে পার্লামেন্ট নির্বাচন, লেবানিজদের আশা

|

লেবাননে চলমান পার্লামেন্ট নির্বাচনে ভোট দিতে এসেছিলেন মাত্র ৪১ শতাংশ ভোটার।

লেবাননের পার্লামেন্ট নির্বাচনে মাত্র ৪১ শতাংশ ভোটার উপস্থিতি ছিল বলে জানিয়েছে লেবাননের নির্বাচন কমিশন। রোববার গভীর রাতে এই তথ্য জানায় নির্বাচন কমিশনার। এদিকে, লেবানিজ ভোটাররা জানিয়েছেন, তারা সত্যিকারের পরিবর্তন ও সংস্কার চান। খবর আলজাজিরার।

রোববার (১৫ মে) রাতে প্রকাশিত এক প্রতিবেদনে আলজাজিরা লেবাননের নির্বাচন কমিশনের বরাতে জানিয়েছে, লেবাননে চলমান পার্লামেন্ট নির্বাচনে এখন পর্যন্ত ভোট দিয়েছেন ৪১ শতাংশ ভোটার।সোমবার (১৬ মে) সকাল পর্যন্ত চলবে ভোট গণনা। আর সোমবার বিকাল নাগাদ প্রকাশিত হবে নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল।

এরইমধ্যে, কয়েকটি আসনের ফল ঘোষিত হয়েছে; বিজয়ী প্রার্থীদের সমর্থকদের আনন্দ মিছিল করতেও দেখা গেছে।

ভোটাররাও জানিয়েছেন, তারা সত্যিকারের পরিবর্তন ও সংস্কার চান। সেক্ষেত্রে, কট্টরপন্থি হিজবুল্লাহ্ এবং শরিক দলগুলো চাপে পড়বে- এমনটাই পূর্বাভাস রয়েছে জরিপের।

প্রসঙ্গত, ধর্মনিরপেক্ষ লেবাননে যারাই ক্ষমতা গ্রহণ করুক না কেনো, সরকার গঠনে থাকে হিজবুল্লাহ্র প্রভাব।

উল্লেখ্য, বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখনও ক্ষুব্ধ লেবানিজরা। তার ওপর চলমান চরম অর্থনৈতিক সঙ্কটে বিপর্যস্ত উপসাগরীয় এ দেশটি। এগুলোর প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে- এমনটাই দাবি দেশটির রাজনীতি বিশ্লেষকদের।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply