ন্যাটোর সদস্য পদ পেতে ফিনল্যান্ড ও সুইডেনকে শর্ত দিয়েছে তুরস্ক

|

ইতোমধ্যে ফিনল্যান্ড নিশ্চিত করেছে, পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে সদস্য পদ পেতে আবেদন করবে দেশটি। সুইডেনও একই পথে হাঁটছে। তবে দেশ দুইটির সদস্য হওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তুরস্ক। রোববার (১৫ মে) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু জানিয়েছেন, কয়েকটি শর্ত মানলে তুরস্ক দুই দেশকে ন্যাটোর সদস্য করতে আপত্তি করবে না। খবর রয়টার্সের।

জার্মানির বার্লিনে ন্যাটোর সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন মেভলুত কাভুসোগলু। তিনি বৈঠক করেন সুইডেন ও ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও। এরপরই তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জানান, সুইডেন ও ফিনল্যান্ডকে অবশ্যই তুরস্কের সন্ত্রাসী গোষ্ঠীকে সহযোগিতা বন্ধ করতে হবে, স্পষ্ট নিরাপত্তা নিশ্চয়তা দিতে হবে এবং তুরস্কের ওপর রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

উল্লেখ্য, ন্যাটোর সম্প্রসারণের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে জোটের সকল সদস্যের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিতে হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply