বানরদের গান শোনাতে ভাড়া করা হয়েছে গায়ক

|

প্রজননে উৎসাহ দিতে অভিনব এক উদ্যোগ নিয়েছে ইংল্যান্ডের দ্য ট্রেনথাম মাঙ্কি ফরেস্ট কর্তৃপক্ষ। রীতিমতো গায়ক ভাড়া করে এনে গান শোনানো হচ্ছে বানরদের।

রিপাবলিক ওয়ার্ল্ডের একটি প্রতিবেদনে বলা হচ্ছে, রীতিমতো আমেরিকার বিখ্যাত গায়ক গ্র্যামিজয়ী মার্ভিন গায়েকে এনে গান শোনানো হয়েছে বানরদের। প্রাণী সংরক্ষণ কেন্দ্রের কর্মীরা জানিয়েছে, চিড়িয়াখানাটিতে বারবারি ম্যাকাকু নামে বিশেষ এক ধরেনর বানর রয়েছে, যেগুলো মূলত উত্তর আফ্রিকা এবং জিব্রাল্টারে পাওয়া যায়। বিপুল বৃক্ষনিধন এবং চোরাচালানকারীদের জন্য এসব এলাকার বানরগুলো বিলুপ্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বনবিভাগ বলছে, বছরের শুরুর দিকটা এ ধরনের বানরগুলোর প্রজনন মৌসুম, তাই তাদের মিলনে আগ্রহী করতে তৈরি করা হচ্ছে বিনোদনের ব্যবস্থা। একই সাথে পুরুষ এবং স্ত্রী বানরদের প্রজননে উৎসাহ দেয়া হচ্ছে। মূলত বানরদের জন্মহার বাড়ানোর জন্যই মূলত এমন উদ্যোগ বলে জানিয়েছেন সংরক্ষণ কেন্দ্রটির অধিকর্তা ম্যাট লাভ।

তবে পদ্ধতিটি কার্যকর হবে কিনা তা এখনও নিশ্চিত নন তারা। এটি এখনও পরীক্ষাধীন।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply