৫ দফা দাবিতে ঢাকায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের মানববন্ধন

|

বেতন, গ্রেড ও পদবী পরিবর্তনসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীরা। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, প্রশাসনিক কর্মকর্তা পদমর্যাদার দাবি স্কুল-কলেজের তৃতীয় শ্রেণির কর্মচারীদের।

রোববার (১৫ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে অংশ নেয় সারাদেশ থেকে আসা শতশত কর্মচারী। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তৃতীয় শ্রেণির কর্মচারীরা অবহেলিত। সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য পদবী এবং ১১তম গ্রেডে বেতন ভাতার দাবি জানান তারা।

চাকরিবিধি ২০১২ বাস্তবায়ন এবং সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবিও জানান তারা। এ সময় বৈষম্য নিরসনে ৫ দফা দাবি দ্রুত কার্যকরে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানান কর্মচারী নেতারা। অন্যথায়, বৃহত্তর আন্দোলনের মাধ্যমে আদায়ের ঘোষণাও দেন নেতারা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply