একক পরিবারের পাশাপাশি টিকে আছে যৌথ পরিবারও

|

আফরান, বয়স মাত্র দুই বছর। বাবা-মায়ের আদর ভালোবাসায় একক পরিবারে যার বেড়ে উঠা। তার জগতে যৌথ পরিবারের ধারণাই নেই! কর্মক্ষেত্রের সূত্রে আফরানের বাবা ইট-কাঠের শহরে পাড়ি জমিয়ে হারিয়েছেন শৈশবের স্মৃতি।

আফরানের বাবা বলছিলেন, একক পরিবারে আমরা যারা আছি, তাদের বাচ্চারা আসলে ঠিক ওইভাবে সবার সাথে মেলামেশার ক্ষেত্রে ওই জিনিসটা ওদের মধ্যে কাজ করে না; কাদের সাথে কীভাবে কথা বলতে হবে, কীভাবে মিশতে হবে কিংবা অনেক মানুষ দেখলে ঘাবড়ে যাচ্ছে।

অন্যদিকে, আফরানের মা সংসার সামলে একক পরিবারে বসবাস করলেও সন্তানকে মানুষ করতে পরিবারের শিক্ষা জরুরি বলে মনে করেন। তিনি জানান, পরিবারকে খুব মিস করেন। বিশেষ করে, এককভাবে সন্তান লালন-পালতে করতে গিয়ে যখন দেখেন যে তিনি খুবই হাঁপিয়ে উঠছেন।

সময় পাল্টেছে, পাল্টে গেছে পরিবারের ধরনও। আর্থ-সামাজিকতায় যৌথ পরিবার ভেঙে হচ্ছে একক পরিবার। শিশুর বেড়ে উঠায় জীবনবোধ গড়ে দেয় পরিবার। তাই পরিবারের শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া উচিৎ বলে মনে করেন সবাই। আজ পালিত হচ্ছে পরিবার দিবস।

অবশ্য, সময়ের বির্বতনে একক পরিবারের সংখ্যা বাড়লেও রাজধানীতে এখনও যৌথ পরিবার টিকে আছে আপন মহিমায়। এমন কয়েকটি পরিবারের বাসিন্দাদের সাথে কথা হয়। জানান, একসঙ্গে তাদের সন্তানেরা বেড়ে উঠছে যৌথ পরিবারে। তাতে নিজেদের মধ্যে রয়ে যাচ্ছে বন্ধন। সময় পেলে সকলে মেতে উঠছেন খুনসুটিতে। তাদের এমন মুহুর্ত বলে দেয়, ভাইয়ের মায়ের এতো স্নেহ কোথায় গেলে পাবে কেহ; তাদের হাসি-কান্নায় যেন খুঁজে পাওয়া যাবে এ গানের লাইন।

পরিবার যেমন জীবনবোধের শিক্ষা দেবে, তেমন ভাগ করে নেবে ছোটদের সুখ-দুঃখ। নতুন প্রজন্ম ব্যক্তি স্বাধীনতা কিংবা নিজস্বতায় বিশ্বাসী হলেও যৌথ পরিবারের ভালোবাসার শক্তি ঠিক ঠিক বোধগম্য হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply