কপোতাক্ষের তীরে গণকবরের সন্ধান, মুক্তিযুদ্ধের চিহ্ন বলছেন স্থানীয়রা

|

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুরে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। উপজেলা শহরের কপোতাক্ষ নদের তীর খননের সময় এ কবরের সন্ধান পাওয়া যায়।

স্থানীয়রা জানায়, কপোতাক্ষ খননের সময় শহরের পাশে ব্রিজের নিচ থেকে মানুষের মাখার খুলি ও হাড় দেখতে পায় এলাকাবাসী। পরে স্থানীয়রা খুলি ও হাড়গুলো সেখানে গুছিয়ে রাখে। এলকার প্রবীণরা জানান, মুক্তিযুদ্ধের সময় মহেশপুরে পাক বাহিনীর ক্যাম্প ছিল। পাকসেনারা বিভিন্ন স্থান থেকে মানুষকে ধরে এনে হত্যা করে তাদের লাশ এখানে পুঁতে রাখতো। এটি তেমনই একটি গণকবর বলে মনে করছেন তারা।

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী জানান, ঘটনাস্থল পরিদর্শন করে মাথার খুলি ও হাড়গুলো দেখেছেন তিনি। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, এটি মুক্তিযুদ্ধের চিহ্ন। এটিকে সংরক্ষণের পরিকল্পনার কথাও জানালেন তিনি।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply