নিরপেক্ষ অবস্থান থেকে ফিনল্যান্ডের সরে আসা ভুল সিদ্ধান্ত: পুতিন

|

ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত।

ন্যাটোতে ফিনল্যান্ডের যোগ দেয়া নিয়ে দেশটির প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, নিরপেক্ষ অবস্থান থেকে এ সময় ফিনল্যান্ডের সরে আসা ভুল সিদ্ধান্ত হবে। এ পরিবর্তন দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে, যা অনেক বছর ধরে ভালো প্রতিবেশী এবং অংশীদারিত্বের সহযোগিতার ভিত্তিতে তৈরি হয়েছে। খবর বিবিসির।

এই দুই নেতার মধ্যে ফোনালাপে এসব কথা হয়। ফোনালাপে সাউলি নিনিস্তোকে আশ্বস্ত করে পুতিন বলেন, বর্তমানে ফিনল্যান্ডের নিরাপত্তার জন্য কোনো হুমকি নেই।

তবে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট রুশ প্রেসিডেন্টকে জানিয়ে দেন, ন্যাটোর সদস্যপদ পেতে আগামী কয়েকদিনের মধ্যেই আবেদন করবেন। সাউলি নিনিস্তো পুতিনকে আরও বলেন, রাশিয়া ইউক্রেনে আক্রমণের পদেক্ষপে ফিনল্যান্ডের নিরাপত্তার পরিবেশকে পরিবর্তন করে দিয়েছে।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের কারণেই ফিনল্যান্ড নিজেদের সুরক্ষায় ন্যাটোতে যোগদানে তোড়জোড় চালাচ্ছে। ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার ১ হাজার ৩০০ কিলোমিটারের দীর্ঘ সীমান্ত রয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply