সুনীল অর্থনীতির সম্ভাবনার কথা উদ্যোক্তাদের জানাতে হবে: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

|

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

সুনীল অর্থনীতির (ব্লু ইকোনমি) সম্ভাবনার দিকগুলো উদ্যোক্তাদের সামনে তুলে ধরতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

শনিবার (১৪ মে) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় অর্থনীতিতে ব্ল্যু ইকোনোমির প্রাতিষ্ঠানিকীকরণের সম্ভাবনা নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এ কথা বলেন তিনি। জানান, নানা প্রতিবন্ধকতাকে অতিক্রম করেই সুনীল অর্থনীতিকে এগিয়ে নেয়া হচ্ছে।

বৈঠকে সমন্বিতভাবে সুনীল অর্থনীতিকে এগিয়ে নিতে আলাদা মন্ত্রণালয় গঠনের তাগিদ দিয়েছেন আলোচকরা। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ এর আয়োজন করে। তাতে মূল প্রবন্ধ পাঠ করেন ড. মোহাম্মদ কাউসার আহমেদ। বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মিজ জুয়েনা আজিজ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমএইউ সচিব রিয়ার অ্যাডমিরাল মো. খুরশেদ আলম।

বক্তারা জানান, সমন্বয়হীনতার কারণে অনেক কাজে কাঙ্খিত সাফল্য আসেনি। তবে পরিকল্পিতভাবে কাজ করলে সব বাধা অতিক্রম করা সম্ভব। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, সুনীল অর্থনীতির বিকাশে সরকারের উদ্যোগের প্রতিফলন পাওয়া যাবে ধাপে ধাপে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply