ব্রাহ্মণবাড়িয়ায় গুদামে মিললো ৫ হাজার লিটার সয়াবিন তেল

|

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিনটি গুদামে অবৈধভাবে প্রায় ৫ হাজার লিটার সয়াবিন তেল মজুদ করে রাখার দায়ে তিন ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৪ মে) বিকেলে উপজেলা সদরের বড়বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর বড়বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় বাজারের ব্যবসায়ী আক্তার মিয়ার গুদামে ৪ হাজার ১০০ লিটার এবং দুলাল সাহা ও তাপস সাহার গুদামে অবৈধভাবে মজুদকৃত প্রায় ৯০০ লিটার খোলা ও বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়। অবৈধভাবে অতিরিক্ত তেল মজুদ করার দায়ে আক্তার মিয়াকে ২৫ হাজার টাকা এবং তাপস সাহা ও দুলাল সাহাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন জানান, মজুদকৃত তেলগুলো জব্দ করলে বাজারে সংকট তৈরি হতে পারে। তাই জব্দ না করে ন্যায্য মূল্যে বিক্রি করার নির্দেশ দিয়ে তাদেরকে জরিমানা করা হয়েছে।

এনবি/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply