পুতিনের অসুস্থতা নিয়ে যে তথ্য দিলেন ইউক্রেনের গোয়েন্দা প্রধান

|

ছবি: সংগৃহীত।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শারীরিকভাবে খুবই অসুস্থ হয়ে পড়েছেন। এ বিষয়টা অনেকটাই নিশ্চিত বলে দাবি করছেন ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান কায়রেলো বুডানোভ। ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেন তিনি।

বুডানোভ বলেন, পুতিনের মানসিক এবং শারীরিক অবস্থা খুবই খারাপ এটা আমরা নিশ্চিত। তিনি এখন খুবই অসুস্থ। ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত তিনি।

তিনি আরও বলেন, ইউক্রেনে এখনই যুদ্ধ শেষ করবে না রাশিয়া। আগস্ট নাগাদ আরেক দফা জোড়ালো অভিযান চালাবে পুতিন সরকার। এছাড়া রাশিয়ার নেতৃত্বে পরিবর্তন আসলে এই বছরে শেষ নাগাদ যুদ্ধের ইতি টানতে পারে মস্কো।

আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে ফোনালাপ

এর আগে, পশ্চিমা গণমাধ্যম দাবি করে, ক্যান্সারে আক্রান্ত হয়েছেন পুতিন। খুব শিগগিরই করা হবে অস্ত্রোপচার। এমনকি স্বল্প সময়ের জন্য দায়িত্ব হস্তান্তরও করতে পারেন। যদিও এ বিষয়ে এখনও ইতিবাচক কিংবা নেতিবাচক, কোনো মন্তব্য আসেনি মস্কোর তরফ থেকে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply