কোটচাঁদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

|

অজ্ঞাত বৃদ্ধের মরদেহ।

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুর রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধ প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৪ মে) ভোর ৫টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা নকশিকাঁথা ২৪ আফ এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী ঢোকার সময় পৌর এলাকার আদর্শ পাড়ার মাঠ পাড়া নামক স্থানে ৪৭ নাম্বার রেলওয়ে পিলারের ব্রিজের উপর এ ঘটনা ঘটে।

মডেল থানার সাব ইন্সপেক্টর এস আই হারুন জানান, এটি ট্রেন দুর্ঘটনা তাই এটি রেলওয়ে পুলিশ তদন্ত করবে। তাদের সাথে যোগাযোগ করা হয়েছে, তারা এসে মৃত দেহ উদ্ধার করবেন। রেলওয়ে পুলিশ না আসা পর্যন্ত লাশটি দেখার দ্বায়িত্ব আমাদের।

এ বিষয়ে জানতে চাইলে স্টেশনের কর্তব্যরত মাস্টার নুরুল ইসলাম বলেন, দূর্ঘটনা কখন ঘটেছে সঠিকভাবে বলা সম্ভব না। তবে নকশিকাঁথা এক্সপ্রেসের ধাক্কায় এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

যশোর জিআরপি পুলিশ ফাঁড়ির আই সি শহিদুল ইসলাম বলেন, মৃতদেহ পরিচয় শনাক্ত করা যায়নি। অজ্ঞাত অবস্থায় আমরা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোরে নিয়ে এসেছি। পরিচয় শনাক্ত করা গেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অন্যথায় আঞ্জুমান মফিদুলে হস্তান্তর করা হবে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply