আর বেশিদিন আয়ু নেই আওয়ামী লীগের, বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতাদের বক্তব্য

|

জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশ।

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা জেলা বিএনপি। এ সময় নেতারা বলেন, সরকার পতনের আন্দোলন ঢাকা থেকেই শুরু হবে। আর বেশিদিন আওয়ামী লীগের আয়ু নেই বলেও বক্তব্য দেন বিএনপি নেতারা।

শনিবার (১৪ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশে ছিল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ। নেতারা বলেন, দলীয় সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না বিএনপি। আওয়ামী লীগের নেতারা পালিয়ে পার পাবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। সমাবেশে বিএনপি নেতারা দাবি করেন, জনগণই এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে সরকার নিজেই সিন্ডিকেট বলে মন্তব্য করেন তারা। জুলুমবাজ সরকারের হাত থেকে রক্ষা পেতে সবাইকে আন্দোলনের জন্য প্রস্তত হওয়ার ডাক দেয়া হয় সমাবেশ থেকে।

সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট জয়নুল আবেদীন সরকারের উদ্দেশে বলেন, তারা নিজেরা বক্তব্য দিচ্ছেন যে, এই সরকার পতনের নাকি ষড়যন্ত্র আরম্ভ হয়েছে। কিন্তু এটা ষড়যন্ত্র না, বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। কাজেই, বাংলাদেশের মানুষ যে আন্দোলন করছে সেটা আপনাদের পতনের আন্দোলন।

আরও পড়ুন: সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করেছে সরকার: তথ্যমন্ত্রী

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply