সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

|

সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় পাঁচ জন নিহতের খবর পাওয়া গেছে। একটি সামরিক সূত্রের বরাত দিয়ে শুক্রবার (১৩ মে) সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, নিহত পাঁচ জনের মধ্যে একজন বেসামরিক নাগরিক।

একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সানা আরও জানায়, নিহতের পাশাপাশি এ হামলায় ১ শিশুসহ ৭ জন আহত হয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটর জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন যোদ্ধা, যাদের জাতীয়তা সম্পর্কে জানা যায়নি। সিরিয়ার অভ্যন্তরে বিস্তৃত সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ ভিত্তিক অবজারভেটরি বলেছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো হামার মধ্য প্রদেশের মাসিয়াফ এলাকায় অস্ত্রের ডিপোগুলোকে লক্ষ্য করে কমপক্ষে ৮টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, তারা বিদেশি সংবাদ মধ্যমের তথ্যের ভিত্তিতে কোনো মন্তব্য করে না। তবে ২০১১ সাল থেকে সিরিয়ায় হিজবুল্লাহ ও ইরান সমর্থিত গোষ্ঠীর ওপর শতাধিক হামলার কথা স্বীকার করেছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply