৪ হাজার ৪০০ কোটিতে টুইটার কেনার চুক্তি স্থগিত করলেন মাস্ক

|

ছবি: সংগৃহীত

নানা জল্পনার অবসান ঘটিয়ে দিন কয়েক আগেই টুইটার কেনার ঘোষণা দিয়েছিলেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। তবে এবার সামাজিক এই যোগাযোগমাধ্যমটি কেনার চুক্তি সাময়িকভাবে স্থগিত করলেন তিনি। শুক্রবার (১৩ মে) এক টুইট বার্তায় এ ঘোষণা দেন মাস্ক নিজেই।

স্প্যাম ও ফেক অ্যাকাউন্ট নিয়ে বিস্তারিত তথ্য পাওয়ার আগ পর্যন্ত স্থগিত থাকবে ৪৪ বিলিয়ন ডলারের চুক্তিটি। বিশ্বের শীর্ষ এ ধনী জানান, স্প্যাম বা ভুয়া অ্যাকাউন্ট প্রকৃতপক্ষে ৫ শতাংশের কম ব্যবহারকারীর প্রতিনিধিত্ব করে- টুইটারের এমন দাবির পক্ষে বিস্তারিত তথ্য না আসা পর্যন্ত এটি কেনার চুক্তি সাময়িকভাবে স্থগিত থাকবে।

আরও পড়ুন: স্বামী-স্ত্রীও একসাথে যেতে পারবে না রেস্টুরেন্ট বা পার্কে, তালেবানের সিদ্ধান্ত

এদিকে, মাস্কের এই ঘোষণা পর প্রিমার্কেট ট্রেডিং-এ সামাজিক যোগাযোগমাধ্যমটির শেয়ার কমেছে ২০ শতাংশ। তবে, টুইটার কর্তৃপক্ষের কাছ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সপ্তাহ দুয়েক আগে টুইটার জানিয়েছিল চলতি বছরের প্রথম তিন মাসে ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা মোট ব্যবহারকারীদের পাঁচ শতাংশেরও কম। সেই তথ্যই এখন যাচাই করছেন মাস্ক।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply