বাড্ডায় দুর্বৃত্তদের গুলিতে ক্যাবল ব্যবসায়ী নিহত, আটক ৩

|

(FILES): This July 22, 2007 file photo shows an unidentified man holding a Colt .45 semi-automatic pistol in Manassas, Virginia. When Wisconsin lawmakers gather to discuss the business of the day at least one of them is legally packing a concealed weapon, amid the ever-present and heated gun law debate in the United States. Wisconsin is one of just nine US states -- out of 50 -- which have expanded conceal-carry laws to allow gun owners to enter state capitols with their weapons, including on the assembly floor. AFP PHOTO / Files / Karen BLEIER

রাজধানী দক্ষিণ বাড্ডায় দুর্বৃত্তদের গুলিতে এক ক্যাবল ব্যবসায়ী নিহত হয়েছেন। রাতে বাড্ডা জাগরণী সংসদের ক্লাব মাঠে আব্দুর রাজ্জাক নামে ওই ব্যবসায়ীকে গুলি করে দুর্বৃত্তরা। পরে ঢাকা মেডিকেলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, দক্ষিণ বাড্ডার জাগরণী সংসদ ক্লাব মাঠে আড্ডা দিচ্ছিলেন ডিশ ব্যবসায়ী আব্দুর রাজ্জাক। এসময় মোটর সাইকেল চালিয়ে তিন দুর্বৃত্ত হঠাৎই এলোপাথারি গুলি চালায় তার ওপর। হামলার কিছুক্ষণ পরই পুলিশ আর সোয়াটের প্রায় দুই ঘন্টার অভিযানে আটক করা হয় ৩ দুর্বৃত্তকে। আটক তিনজনের মধ্যে একজন সাফায়েত, সকালে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ মারা গেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply