দখলকৃত ফিলিস্তিনি ভূমিতে ৪ হাজারের বেশি ভবন নির্মাণ করছে ইসরায়েল

|

দখলকৃত পশ্চিম তীরে ৪ হাজারের বেশি অবৈধ ভবন নির্মাণের অনুমোদন দিলো ইসরায়েল। বৃহস্পতিবার (১২ মে) এ তথ্য প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন পিস নাউ।

সংগঠনটির প্রতিবেদনে জানানো হয়, গিভাত জিভ এলাকায় ১৩৬টি বসতি বানানোর পরিকল্পনা ইহুদি সেনা পরিষদের। যাতে থাকবে ৪ হাজার ৪২৭টি হাউজিং ইউনিট। শিগগিরই এই আবাসন প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা দেবে ইসরায়েলি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর এটাই সবচেয়ে বড় প্রকল্প।

১৯৬৭ সাল থেকেই পশ্চিম তীর অবৈধভাবে দখল করে রেখেছে ইসরায়েল। অঞ্চলটিতে বসতি নির্মাণ করে বসবাস করছে পাঁচ লাখের বেশি ইহুদি।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply