রুশ প্রেসিডেন্টের সাথে আলোচনায় বসতে প্রস্তুত জেলেনস্কি

|

সংকট সমাধান রুশ প্রেসিডেন্টের সাথে আলোচনায় বসতে প্রস্তুত ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। বৃহস্পতিবার (১২ মে) ইতালির রাষ্ট্রীয় গণমাধ্যম আরএআইকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

তবে আগে থেকে কোনো শর্ত জুড়ে দিলে কোনো চুক্তি সম্ভব নয় বলে জানান জেলেনস্কি। তার দাবি, রুশ বাহিনীর সহিংসতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে আলোচনার পথ। এছাড়া দোনবাসে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার বিষয়টিও প্রত্যাখ্যান করেন এ নেতা। সহিংসতা বন্ধ করে রুশ বাহিনীকে ইউক্রেন ত্যাগের আহ্বানও জানান তিনি। একই সাথে ক্রাইমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি না দেয়ার অনড় অবস্থানের বার্তা দেন জেলেনস্কি।

ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার আচরণের কারণে আলোচনার পথ প্রতিদিন জটিল হয়ে উঠছে। আমি প্রেসিডেন্ট পুতিনের সাথে বসতে প্রস্তুত। তবে এই আলোচনা তখনই সম্ভব, যখন আলোচনায় কোনো ধরনের পূর্বশর্ত থাকবে না। আর অবশ্যই সমাধানে পৌঁছানোর মানসিকতা থাকবে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply