পৃথিবীর দিকে ধেয়ে আসছে আইফেল টাওয়ারের চেয়ে বড় গ্রহাণু, যা বলেছে নাসা

|

মহাকাশ বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, একটি বিশাল গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে। আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, রোববার (১৬ মে) সকালে বিশাল মহাকাশ পাথুরে গ্রহাণু ৩৮৮৯৪৫ (২০০৮ টিজি৩) আমাদের গ্রহের কাছাকাছি চলে আসবে।

নাসা আরও জানিয়েছে, গ্রহাণুটির ১৬০৮ ফুট প্রস্থ। তুলনামূলকভাবে এটি নিউইয়র্কের আইকনিক এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চেয়েও আকারে বড়। এছাড়া এর সামনে আইফেল টাওয়ারকেও ছোট বলে মনে হতে পারে।

গ্রহাণুটির যদি পৃথিবীর সাথে ধাক্কা লাগে তবে ঘটে যেতে পারে অনেক বড় দুর্ঘটনা। কিন্তু নাসার মহাকাশ বিজ্ঞানীরা বলছেন এটি আমাদের থেকে ২ মিলিয়ন দূর থেকে অতিক্রম করে চলে যাবে।

এমন নয় যে গ্রহাণু ৩৮৮৯৪৫ এই প্রথমবারের মত পৃথিবীর কাছে এসেছে৷ এর আগে ২০২০ সালের মে মাসে পৃথিবীর খুব কাছাকাছি চলে এসেছিল গ্রহাণুটি। মহাকাশ বিজ্ঞানীদের মতে, সূর্যকে প্রদক্ষিণ করার সময় প্রতি দুই বছরে মহাকাশ শিলা নিয়মিতভাবে পৃথিবীর পাশ দিয়ে যায়।

/এডব্লিউ

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply