যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ছাড়ালো ১০ লাখ

|

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিতে এখন পর্যন্ত ১০ লাখ মানুষের মৃত্যু হয়েছে। মহামারির দুই বছরে এই রেকর্ড সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটলো দেশটিতে। খবর রয়টার্সের।

রয়টার্সের খবর অনুযায়ী, প্রতি ৩২৭ মার্কিনিদের মধ্যে ১ জনের করোনায় মৃত্যু হয়েছে। যা সান ফ্রান্সিসকো ও সিয়াটেলের মোট জনসংখ্যার চেয়েও বেশি। যুক্তরাষ্ট্রে এতো মানুষের মৃত্যুর ঘটনা নজিরবিহীন। যদিও সাধারণ মানুষের মধ্যে করোনার ভয় অনেকটাই কমে এসেছে।

এর আগে ২০২০ সালের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। একই বছরের শেষের দিকে করোনা টিকা কার্যক্রম শুরু হওয়ার পর লক্ষ লক্ষ মার্কিন নাগরিক টিকা গ্রহণ করেন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply