সিলিন্ডারের আগুনে পুড়ে ছাই রিকশাচালক ও কৃষকের বসতঘর

|

ছবি: পুড়ে যাওয়া বসতঘর

স্টাফ রিপোর্টার, নরসিংদী:

নরসিংদীতে গ্যাস লিকেজের আগুনে পুড়ে গেছে এক কৃষক ও এক রিকশা চালকের দুইটি বসতঘরসহ যাবতীয় আসবাবপত্র। সদর উপজেলার ধামের বাউলা এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত রহমত উল্লাহ এবং আনাউল্লাহর বসত ঘরদুটি পাশাপাশি ছিল।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (১২ মে) ভোর পাঁচটার দিকে কৃষক রহমত উল্লার রান্নাঘরের পাশে আগুন দেখতে পায় তারা। মুহূর্তেই আগুন তার বসতঘরের পাশাপাশি রিকশাচালক আনাউল্লার ঘরেও ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা নরসিংদী ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মো. রাজিব মিয়া নামে তাদের এক প্রতিবেশী জানায়, ৩০ মিনিটেই দুজনের বসতঘরের ভেতরের ফ্রিজ, চৌকি, তোষক, হাড়ি-পাতিল এবং কৃষক রহমত উল্লাহর ছেলেকে বিদেশে পাঠানোর জন্য রাখা নগদ ৭০ হাজার টাকা সব পুড়ে ছাই হয়ে যায়।

নরসিংদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তৌহিদুল ইসলাম জানান, রান্না করার সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছি। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ লাখ টাকা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply