ন্যাটোর সদস্যপদ দেয়া হলে রুশ হামলা এড়ানো যেতো: জেলেনস্কি

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনকে আগেই ন্যাটোর সদস্যপদ দেয়া হলে রুশ হামলা এড়ানো যেতো বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি।

বুধবার (১১ মে) এক ভার্চুয়াল ভাষণে এমন মন্তব্য করেন তিনি। বলেন, ইউক্রেনের হারানো অঞ্চলগুলো ফিরে পেলেই কেবল যুদ্ধ শেষ হবে। এখনও মস্কোর সাথে আলোচনায় আগ্রহী বলেও জানান তিনি।

ভোলদেমির জেলেনস্কি বলেন, দুর্ভাগ্যজনকভাবে যুদ্ধের আগে ন্যাটোতে স্থান পায়নি ইউক্রেন। আগেও বলেছি, জোটের সদস্য হলে কোনো যুদ্ধের শিকার হতে হতো না আমাদের। আমি সরাসরিই বলি, যা আমাদের নয় তা চাই না। আমাদের ভূমি, আমাদের অঞ্চল ফেরত চাই আমরা। এগুলো আমাদের ইতিহাসের অংশ। আর সেগুলো ফিরে পেলেই কেবল যুদ্ধ শেষ হবে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে কিয়েভে শত শত কোটি ডলারের সামরিক সহায়তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের মিত্রদেশগুলো। এসব দেশের সামরিক সহায়তাকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি আলোচনায় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে রাশিয়া অভিযোগ করেছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply