দুয়েকদিনের মধ্যেই শ্রীলঙ্কায় সরকার গঠনের ঘোষণা, নতুন সরকারে থাকছেন না রাজাপাকসে পরিবারের কেউ

|

দুয়েকদিনের মধ্যেই নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। পার্লামেন্টকে আরও ক্ষমতা দিতে সাংবিধানিক সংস্কার করা হবে বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট।

বুধবার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে গোতাবায়া রাজাপাকসে বলেন, দেশকে নৈরাজ্যের হাত থেকে রক্ষায় তারা আলোচনা করবেন সব দলের সাথে। এসময় তিনি জনগণের আস্থাভাজন সরকার গঠনেরও আশ্বাস দেন। এমনকি নবগঠিত সরকারে রাজাপাকসে পরিবারের কেউ থাকবে না বলেও জানান তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিন বাহিনী ও পুলিশকে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দেন লঙ্কান প্রেসিডেন্ট।

শ্রীলঙ্কান প্রেসিডেন্ট বলেন, এই মুহূর্তে সরকারের প্রাথমিক দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। এ লক্ষ্যে নতুন সরকার গঠনেরও পদক্ষেপ নিচ্ছি। চলতি সপ্তাহেই জনগণের আস্থাভাজন প্রধানমন্ত্রী আর মন্ত্রিসভা গঠন করা হবে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply