জামালপুরের নাট্যেৎসবে আসছেন পশ্চিমবঙ্গের কবি দেবব্রত সিংহ

|

বাঁকুড়ার আঞ্চলিক ভাষায় লেখা কবি দেবব্রত সিংহের কবিতা ‘তেজ’ ভারতের পশ্চিমবঙ্গসহ বাংলাদেশের কবিতাপ্রেমীদের বেশ প্রিয় কবিতা। বেশকিছু কবিতার জন্য বাংলাদেশের অসংখ্য মানুষের কাছে কবি দেবব্রত বেশ জনপ্রিয় হলেও এদেশে কখনোই আসা হয়নি তার। তবে এবার জামালপুরের নাট্যেৎসবে অংশ নিতে বাংলাদেশে আসছেন তিনি।

আগামী শুক্রবার (১৩ মে) তার অন্যবদ্য সৃষ্টি ‘তেজ’ কবিতার নাট্যমঞ্চায়ন উদ্বোধনী আয়োজনে অংশ নিতে আসছেন কবি। জামালপুরের নাট্যদল থিয়েটার অঙ্গন তাদের দশম প্রযোজনা হিসেবে ‘তেজ’ কবিতাটির মঞ্চায়ন করছে। আগামী ১৪ মে, শনিবার জামালপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে থিয়েটার অঙ্গন আয়োজিত ৪ দিন ব্যাপী নাট্যেৎসবের প্রথম দিন মঞ্চস্থ হবে নাটকটি। উৎসবের ২য় দিন মঞ্চস্থ হবে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী লোক আঙ্গিক ‘সঙযাত্রা’, ৩য় দিন ‘ধুয়া গান’ এবং উৎসবের সমাপনী দিনে মঞ্চস্থ হবে সিরাজগঞ্জের নাট্যদল নাট্যাধার এর প্রযোজনা ‘ছাগতত্ত্ব’।

আগামী ১৯ ও ২০ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে ‘তেজ’ নাটকের দুটি প্রদর্শনী হবে, যেখানেও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি দেবব্রত সিংহ।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply