টয়লেট থেকে পার্লামেন্টের ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়ে সমালোচিত কানাডার আইনপ্রণেতা

|

ছবি: সংগৃহীত

টয়লেট থেকে পার্লামেন্টের জরুরি ভার্চুয়াল বৈঠকে যোগদান করার ঘটনায় হাস্যরস সৃষ্টি হলেও এ কাণ্ড ঘটিয়ে সমালোচিত হয়েছেন কানাডার আইনপ্রণেতা শাফকাত আলি। নিজ দল লিবারেল পার্টি এবং বিরোধী রক্ষণশীলদের সমালোচনার মুখে পড়ে দুঃখ প্রকাশও করেছেন তিনি। খবর বিবিসির।

শুক্রবার (৬ মে) অনলাইনে পার্লামেন্টারি বৈঠক চলাকালে স্ক্রিনে ঐ রাজনীতিকের পেছনের দেয়াল লক্ষ্য করেন বিরোধী দলীয় এমপিরা। সেসময়ই কটাক্ষের শিকার হন তিনি। পরে, স্পিকারের হস্তক্ষেপ এবং শাফকাত আলির ক্ষমা প্রার্থনার মাধ্যমে মিটমাট হয় এই পরিস্থিতির।

জাস্টিন ট্রুডোর সঙ্গে শাফকাত আলি। ছবি: সংগৃহীত

পাকিস্তানি বংশোদ্ভুত এমপি শাফকাত আলি নির্বাচনে জয়ী হওয়ার আগে ছিলেন আবাসন ব্যবসায়ী। এ নিয়ে গেলো দু’বছরের মধ্যে ট্রুডো প্রশাসনকে লজ্জাষ্কর পরিস্থিতির মধ্যে ফেললেন দুই এমপি। গেলো বছরই প্রাকৃতিক কাজ সম্পাদনের সময় সরাসরি পার্লামেন্টারি বৈঠকে যুক্ত হন এমপি উইল আমোস।

আরও পড়ুন: বলিভিয়ায় পার্কের মাঝে মাদক ল্যাব! সাঁড়াশি অভিযানে মিলেছে সন্ধান

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply