সিরাজগঞ্জে মজুদকৃত ২ হাজার লিটার তেল জব্দ, বিক্রি করা হলো ন্যায্য দামে

|

সিরাজগঞ্জে জব্দকৃত তেল ন্যায্যমূল্যে বাজারে বিক্রি করা হয়।

সিনিয়র রিপোর্টার, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের বেলকুচিতে সয়াবিন তেল মজুদ, উচ্চ মূল্য নেয়া এবং সয়াবিনের সাথে অন্য পণ্য ক্রয় করতে বাধ্য করার অভিযোগে এক ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় মজুদকৃত প্রায় ২ হাজার লিটার সয়াবিন তেল ন্যায্যমূল্যে খোলাবাজারে বিক্রি করা হয়।

বুধবার (১১ মে) বেলা ১টার দিকে জেলার বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতি বাজারে এ অভিযান পরিচালিত হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সিরাজগঞ্জের সহকারি পরিচালক মাহমুদ হাসান রনি জানান, অতিরিক্ত মুনাফার লোভে সয়াবিন তেল মজুদ রাখা হয়েছে এমন অভিযোগে বুধবার বেলা ১ টার সময় মুকুন্দগাঁতি বাজারের রায়হান স্টোরে অভিযান চালানো হয়। এ সময় মজুদকৃত অবস্থায় প্রায় ২ হাজার লিটার বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়।

ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা এবং খোলা বাজারে বোতলকৃত সয়াবিন তেল বিক্রি করা হয় বলে জানান তিনি। এ ঘটনায় ব্যবসায় প্রতিষ্ঠানটিকে সাময়িক সিলগালা করা হয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply