ইউক্রেনকে ৪০ বিলিয়ন ডলার সহায়তা অনুমোদনের সিদ্ধান্ত মার্কিন কংগ্রেসে

|

ইউক্রেনের জন্য ৪০ বিলিয়ন মার্কিন ডলার সামরিক এবং মানবিক সহায়তার অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট হাউস অব রিপ্রেজেন্টেটিভসের আইন প্রণেতারা। খবর রয়টার্সের।

মঙ্গলবার (১০ মে) রাতে আর্থিক সহায়তার এ অনুমোদন দেয়া হয়। হাউস স্পিকার ন্যান্সি পেলোসি একটি চিঠির মাধ্যমে জানান, আগামী কিছুদিনের মধ্যে আইনটি হাউস রিপ্রেজেন্টেটিভস এবং তারপর সিনেটে পাস করা হবে। এরপর তা স্বাক্ষরের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে হোয়াইট হাউসে পাঠানো হবে।

পেলোসি তার চিঠিতে আরও জানান, সাহায্য প্যাকেজটি শুধুমাত্র ইউক্রেনকে জাতিগত নয়, সমগ্র বিশ্বের গণতন্ত্র সুরক্ষিত রাখতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, ১০ দিন আগে ইউক্রেনের জন্য অতিরিক্ত ৩৩ বিলিয়ন ডলার সাহায্য অনুমোদন করতে কংগ্রেসকে অনুরোধ করেছিলেন জো বাইডেন। এরই প্রেক্ষিতে আইন প্রণেতারা বাইডেনের অনুরোধে অতিরিক্ত সামরিক এবং মানবিক সহায়তাসহ মোট ৪০ বিলিয়ন ডলারের সাহায্য দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply