কাজে ফিরেই ৫০ হাজার টাকা রাজস্ব আদায় সেই টিটিই শফিকুলের

|

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:

বরখাস্তের আদেশ প্রত্যাহার হওয়ার পর কর্মস্থলে ফিরেছেন রেলের আলোচিত ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক (টিটিই) শফিকুল ইসলাম। দায়িত্ব পালনের সুযোগ পেয়ে রেলমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ মে) তাকে ঈশ্বরদী-চিলাহাটী রুটে আন্ত:নগর রূপসা ও সীমান্ত এক্সপ্রেস ট্রেনে দায়িত্ব দেয়া হয়। কর্মস্থলে যোগ দিয়ে প্রথম দিনেই তিনি ৪৯ হাজার ৯৫০ টাকা রাজস্ব আদায় করে রেলওয়ে কোষাগারে জমা দিয়েছেন।

দায়িত্ব পালনকালে রাতে সান্তাহার স্টেশনে তিনি যমুনা নিউজকে জানান, ঈশ্বরদী থেকে আন্ত:নগর রূপসা ট্রেনে দায়িত্ব পালন শুরু করেন। চিলাহাটী পর্যন্ত এই ট্রেনে তিনি ৯ হাজার ১৯০ টাকা রাজস্ব আদায় করে রেল কোষাগারে জমা দিয়েছেন। সন্ধ্যায় ৭টায় চিলাহাটী থেকে তিনি সীমান্ত এক্সপ্রেস ট্রেনে দায়িত্ব পালন শুরু করেন। এই ট্রেনে সান্তাহার পর্যন্ত প্রায় ২৫ হাজার টাকা রাজস্ব আদায় করেন। প্রথম দিনে তিনি মোট ৪৯ হাজার ৯৫০ টাকা রাজস্ব আদায় করে রেলওয়ে কোষাগারে জমা দিয়েছেন।

টিটিই শফিকুল জানান, আগের মতোই সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে চান আগামী দিনে। এজন্য সকলের সহযোগিতা চান তিনি।

উল্লেখ্য, গত ৫ মে রাতে পাবনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে ট্রেনের এসি কামরায় ভ্রমণ করছিলেন তিন যাত্রী। তাদের কাছ থেকে জরিমানাসহ ভাড়া আদায় করেন দায়িত্বরত টিটিই শফিকুল ইসলাম। এ ঘটনার পরই শফিকুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। পরে ৯ মে চাকরিতে পুনর্বহালের অফিস আদেশ পান শফিকুল। আর মঙ্গলবারই (১০ মে) কাজে যোগদান করেছেন তিনি।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply