বাকিতে মাছ না দেয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

|

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাকিতে মাছ না দেয়াকে কেন্দ্র করে সাবেক দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। তবে তাদের নাম জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিশুতারা গ্রামের সাবেক দুই ইউপি সদস্য ফজল ইসলাম ও আবু তালেবের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে বিশুতারা গ্রামের বাজারে খোরশেদ আলী নামের এক ব্যক্তি মাছ বিক্রি করছিলেন। আবু তালেবের আত্মীয় মজনু মিয়া বাকিতে মাছ কিনতে না পেরে মাছ ব্যবসায়ী খোরশেদকে লাঞ্ছিত করেন। এ সময় ফজল ইসলামের ভাতিজা কবুল মিয়া তাকে বাধা দিলে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরবর্তীতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ৪ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply