সাকিব করোনা আক্রান্ত; শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে পারবেন না

|

সাকিব আল হাসান। ফাইল ছবি।

বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান করোনা আক্রান্ত হয়েছেন। ফলে সফররত শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে প্রথম টেস্ট খেলতে পারছেন না তিনি।

জানা গেছে, হালকা জ্বর আছে সাকিবের। নিজের বাসাতেই আইসোলেশনে আছেন তিনি। বিসিবির চিকিৎসক মনজুর হোসেন জানিয়েছেন, সাকিব আল হাসান গতকাল সোমবার (৯ মে) দেশে এসেছেন। দেশে ফেরার পর করোনা পরীক্ষায় তিনি পজেটিভ হয়েছেন। ৫ দিনের কোভিড প্রটোকলের কারণে প্রথম টেস্ট খেলতে পারবেন না তিনি।

সর্বশেষ গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে দেশের হয়ে টেস্ট খেলেছেন সাকিব। এরপর নিউজিল্যান্ড সফরে ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকা সফরেও যাওয়া না যাওয়া নিয়ে নানা নাটকীয়তার পরে শেষ পর্যন্ত শুধু ওয়ানডে খেলেই তিনি পারিবারিক কারণে দেশে ফেরেন। এবার করোনার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও অনিশ্চিত দেশসেরা এই অলরাউন্ডার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply