কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবিতে সারাদেশে শিক্ষার্থীদের মানববন্ধন

|

কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে জড়ো হন শিক্ষার্থীরা। প্লাকার্ড-ব্যানার হাতে নিয়ে সেখানে সাধারণ শিক্ষার্থীর ব্যানার মানববন্ধন হয়। বিভিন্ন বিভাগের হাজারো ছাত্র-ছাত্রী এই কর্মসূচিতে অংশ নেয়। প্রজ্ঞাপন জারির নামে কালক্ষেপনের অভিযোগ করেন তারা। বলেন, টালবাহানা চলতে থাকলে ছাত্র সমাজ এর কঠোর জবাব দেবে।

মানববন্ধন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। সকালে বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-পটুয়াখালী সড়কে বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী এই কর্মসূচি পালন করে। এসময় দ্রুত দাবি আদায় না হলে আগামীতে কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেন বক্তারা।

এছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ও জেলা শহরে মানব বন্ধন করে শিক্ষার্থীরা।

নোয়াখালী জেলা শহর

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রংপুর

চট্টগ্রাম ষোলশহর

কুমিল্লা

রাজশাহী বিশ্ববিদ্যালয়

টাঙ্গাইল সাদত কলেজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply