চিনি রফতানি বন্ধ করলো পাকিস্তান

|

পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ক্রমবর্ধমান খাদ্য ঘাটতির মধ্যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ চিনি রফতানির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছেন। দেশটির স্থানীয় চাহিদা মেটাতে এবং চিনির দাম নিয়ন্ত্রণে রাখতে সোমবার (৯ মে) এ ঘোষণা দেন তিনি। খবর দ্য ডনের।

এ সময় চিনি মজুদকারীদের বিরুদ্ধে সতর্কতা জারি করে শরীফ বলেন, চিনি চোরাচালান বা মজুদ করার কাজে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া চিনি রফতানি রোধের বিষয়ে দায়িত্বে অবহেলাকারী পাকিস্তানি কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply