পরিবারসহ রাজাপাকসেকে নিরাপদে সরিয়ে নিয়েছে লঙ্কান সেনাবাহিনী

|

তীব্র জনরোষের মুখে পড়া শ্রীলঙ্কার সদ্য সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও তার পরিবারের সদস্যদেরকে বাসভবন থেকে নিরাপদে বের করে নিয়েছে দেশটির সেনা সদস্যরা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

মঙ্গলবার (১০ মে) সকালে রাজাপাকসের বাড়ির প্রধান গেট ভেঙে ফেলে বিক্ষোভকারীরা। টেম্পল ট্রিসের মূল ভবনে প্রবেশের চেষ্টাও করে তারা। সেখানে উপস্থিত ছিলেন রাজপাকসে ও তার পরিবারের সদস্যরা।

পুলিশ জানিয়েছে, অন্তত ১০টি পেট্রল বোমা ছোড়া হয়েছে ভবনের চত্বরে। ভোররাত থেকেই রাজপাকসেকে সরিয়ে নেয়ার অভিযানে নামে ভারী অস্ত্রধারী সেনারা। ভবনের তিনটি প্রবেশ পথেই টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি ছুড়তে থাকে নিরাপত্তা বাহিনী। এক সময় পরিবারসহ রাজাপাকসেকে সরিয়ে নেয়া হয় অজ্ঞাত স্থানে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply