দুর্বল হচ্ছে ‘আসানি’, বাংলাদেশের দুশ্চিন্তার কারণ নেই: আবহাওয়া অফিস

|

ছবি: সংগৃহীত

ঘূণিঝড় ‘আসানি’ ক্রমশ দুর্বল হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক সানাউল হক মণ্ডল। বলেন, মঙ্গলবার (১০ মে) সন্ধ্যার পরে দিক পরিবর্তন করতে পারে। বাংলাদেশের দুশ্চিন্তার কারণ নেই৷

দেশে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর ৷ জানায়, ঘূর্ণিঝড়ের প্রভাবে ১৫ তারিখ পর্যন্ত সারাদেশেই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এরপর বৃষ্টির পরিমাণ কমতে থাকবে। ঘূর্ণিঝড়ের প্রভাব খেলার মাঠে খুব একটা পড়বে না৷

এদিকে, আবহাওয়া অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে না যেতে বলা হয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply