যুক্তরাষ্ট্রের বর্ধিত বিনিয়োগ চায় বাংলাদেশ

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের বন্ধুত্বপূর্ণ দেশগুলো থেকে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বর্ধিত বিনিয়োগ প্রয়োজন। বাংলাদেশ এখন একটি আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য।

মঙ্গলবার (১০ মে) সকালে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গে গণভবনে বৈঠকে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। বলেন, জিএসপি সুবিধা ফিরিয়ে দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে। উপযুক্ত সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করতে চায় বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। এজন্য আলোচনা শুরু করতে বাংলাদেশ প্রস্তুত বলে মন্তব্য করেন শেখ হাসিনা।

ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদের শেখ হাসিনা জানায়, বিনিয়োগের জন্য বাংলাদেশে এখন উপযুক্ত পরিবেশ রয়েছে। সেজন্য প্রয়োজনীয় নীতি সহায়তা দিতেও প্রস্তুত। মেগা অবকাঠামোসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply