পুলিৎজার পেলেন ভারতীয় সাংবাদিক

|

চলতি বছর সাংবাদিকতার নোবেল হিসেবে খ্যাত পুলিৎজার পুরস্কার পেয়েছেন ভারতের প্রয়াত সাংবাদিক দানিশ সিদ্দিকি এবং যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলার সংবাদ পরিবেশন করায় পুরস্কৃত করা হয় ওয়াশিংটন পোস্টকে। আর ভারতে করোনা মহামারির চিত্র তুলে ধরে ফিচার ফটোগ্রাফি বিভাগে পুরস্কৃত হয়েছেন বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিক দানিশ সিদ্দিকি। আফগানিস্তানে দায়িত্ব পালনকালে প্রাণ যায় এই গণমাধ্যমকর্মীর।

এবারের পুলিৎজারে বিশেষ বিভাগে পুরস্কার পেয়েছেন ইউক্রেনের সাংবাদিকেরা। দেশটিতে রুশ অভিযানের ছবি ও সংবাদ তুলে ধরার জন্য তাদের এ পুরস্কার দেয়া হয়। সাংবাদিকতা, সাহিত্য, সংগীত ও নাটকে বিশেষ অবদানের জন্য ১৯১৭ সাল থেকে দেয়া হচ্ছে পুলিৎজার পুরস্কার।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply